বাংলাদেশি কিশোরের লাশ ৫ দিন পর ফেরত দিলো বিএসএফ

বাংলাদেশি কিশোরের লাশ ৫ দিন পর ফেরত দিলো বিএসএফ

দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোর মিনার হোসেনের লাশ ঘটনার ৫ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় দাইনুর সীমান্তে বিএসএফ এবং বিজিবির কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতীয় পুলিশের কাছ থেকে লাশ বুঝে নেয় বাংলাদেশ পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম জানান, সোমবার বিকেল সোয়া ৫টায় দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা পুলিশের কাছ থেকে নিহত মিনার হোসেনের লাশ গ্রহণ করেন বাংলাদেশের কোতয়ালী থানার এস আই ইমান আলী। এসময় তিনিসহ বিজিবি এবং বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ভারতীয় পুলিশের কাছ থেকে লাশ গ্রহণের পর পরিবারের কাছে বুঝে দেওয়া হয়।

নিহত মিনার হোসেন (১৫) দিনাজপুর সদর উপজেলার খানপুর (ভিতরপাড়া) গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। স্থানীয় খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে বিএসএফের গুলিতে নিহত হয় মিনার হোসেন। তিনি জানান, বুধবার রাতে ৮/১০ জন মিলে দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মিনার হোসেন। পরে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী তার লাশ ভারতীয় অভ্যন্তরে নিয়ে যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password