বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি ভোলা জেলা শাখার উদ্যোগে 'খুশির প্রয়াস' ইভেন্ট বাস্তবায়িত হয়েছে। উক্ত ইভেন্টের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
গত রবিবার (০১লা মে) বিকেলে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশন বাজার সংলগ্ন এলাকায় শতাধিক মানুষের হাতে তুলে দেয়া হয় ইফতার সামগ্রী।
উক্ত কার্যক্রম সম্পর্কে ভোলা জেলা শাখার সভাপতি শাহরিয়ার সিয়াম বলেন, "আমাদের চার পাশে রয়েছে অসংখ্য অসহায় ও দুর্দশাগ্রস্থ মানুষ। দেশ ও সমাজের প্রতি রয়েছে আমাদের দায়বদ্ধতা। আর সে দায়বদ্ধতা থেকে মানব সেবায় সকলকে তাদের জন্য এগিয়ে আসা উচিত। নিজেকে মানব সেবায় আত্মনিয়োগ করায় যে মানসিক প্রশান্তি মিলে, তা অন্য কোথাও পাওয়া যায় না। সবাইকে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান রইলো।"
ইভেন্ট সম্পর্কে ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক আশ্রাফুর রহমান আকিব বলেন, "আমাদের উদ্দেশ্য এবং প্রয়াস ছিলো অসহায় ও দারিদ্র্য মানুষদের সাহায্যে করব। আর সেই লক্ষ্য নিয়েই বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি সব সময় কার্যক্রম পরিচালনা করে থাকে। আলহামদুলিল্লাহ আমদের 'খুশির প্রয়াস' ইভেন্ট সম্পূর্ণভাবে সফল হয়েছে। আগামী কার্যক্রমগুলো যেনো আরো সুন্দরভাবে করতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি ২০১৩ সালের পহেলা মে প্রতিষ্ঠা লাভের পর থেকে বিভিন্ন জেলা ও ক্যাম্পাস ভিত্তিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন