ফিফা র‍্যাংকিংয়ে আবারও পেছাল বাংলাদেশ

ফিফা র‍্যাংকিংয়ে আবারও পেছাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :ফুটবলে উন্নতি যেন অনেক দুরের পথ বাংলাদেশের জন্য কারণ নিজদের অবস্থানটাই যে ধরে রখতে পারছে না জামাল ভুইয়ারা। ফিফা র‍্যাংকিংয়ে ক্রমেই পেছাচ্ছে বাংলাদেশ। গত আগস্টে প্রকাশিত র‍্যাংকিংয়ে চার ধাপ পিছিয়েছিল জামাল ভূঁইয়ারা। এবার নতুন প্রকাশিত ক্রমতালিকায় আরো এক ধাপ পিছিয়ে ১৮৯তম অবস্থানে নেমে গেছে জেমি ডে'র শিষ্যরা।

চলতি মাসের শুরুতে কিরগিজস্তানে তিন জাতি ফুটবল টুর্নামেন্টের খেলেছে বাংলাদেশ দল। যসেখানে প্রথম দুটো ছিল ফিফা কর্তৃক স্বীকৃত। সে দুটোতেই হেরেছে বাংলাদেশ। তারই প্রভাব এসে পড়েছে ফিফা র‍্যাংকিংয়ে। ১৮৮ থেকে ১৮৯তে নেমে গেছে দল। এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেরও অবনমন হয়েছে। তারা দুই ধাপ পিছিয়ে গেছে। ১০৫ থেকে নেমে ১০৭ নম্বরে এখন তারা।

সেরা পাঁচে একটি পরিবর্তন আছে। ফ্রান্সকে চারে নামিয়ে এক ধাপ উপরে উঠে তিনে ইংল্যান্ড। দুই নম্বরে আগের মতোই আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ইউরো চ্যাম্পিয়ন ইতালি পঞ্চম স্থানে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে (৮) পেছনে ফেলে সপ্তম স্থানে উঠেছে পর্তুগাল। ৯ নম্বরে মেক্সিকো। এক ধাপ উপরে উঠে সেরা দশে ঢুকেছে ডেনমার্ক (১০)।

মন্তব্যসমূহ (০)


Lost Password