এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছে আফগানিস্তানের। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা আজ ভালোই হয়েছে। উদ্বোধনী জুটিতে ১০ ওভারে ৬০ রান তুলেছে নাঈম শেখ-মেহেদী মিরাজ জুটি।
+দশম ওভারের শেষ বলে মুজিবুর রহমান জাদরানের বলে বোল্ড হয়েছেন নাঈম। আউট হওয়ার আগে অবশ্য খেলেছেন ৩২ বলে ২৮ রানের ইনিংস। ওয়ানডেতে এটিই নাঈমের সর্বোচ্চ ইনিংস। তিনে নেমে বাংলাদেশি সমর্থকদের হতাশ করেছেন তাওহীদ হৃদয়। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেছেন তিনি।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৪ ওভারে ২ উইকেটে ৮০ রান। মেহেদী হাসান মিরাজ ৩৬ বলে ২৬ ও নাজমুল হোসেন শান্ত ১৪ বলে ১৩ রানে ব্যাট করছেন। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ : নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, ফজল হক ফারুকি ও মুজিব উর রহমান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন