দ্বিতীয় দিনের শুরুতেই লিটন-রাব্বিকে হারালো বাংলাদেশ

দ্বিতীয় দিনের শুরুতেই লিটন-রাব্বিকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে প্রথম দিনের শুরুটা হয়েছিল একেবারে বাজে। এরপর সেই খারাপ শুরুটা শুধরে দিনটা নিজেদের করে নিয়েছিলেন লিটন ও মুশফিক। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। দিনের শুরুতে সেঞ্চুরি করা লিটন দাসকে ফিরিয়ে পাকিস্তানকে বড় ব্রেক থ্রু এনে দিয়েছেন সফরকারী পেসার হাসান আলী। খানিক পরই অভিষিক্ত ইয়াসির আলী রাব্বিকেও সাজঘরে ফেরান এই পেসার।

আজ শনিবার চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনে ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে শুরু করে বাংলাদেশ। স্কোর বোর্ডে মাত্র ২ রান যোগ করতেই দিনের শুরুতে হাসান আলীর বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফিরলেন লিটন দাস। প্রথমে আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন বাবর আজম। এরপর আর এই ডানহাতি ব্যাটসম্যানের রক্ষা হয়নি। মাত্র ১ রান যোগ করেন দ্বিতীয় দিন। ২৩৩ বলে ১১টি চার ও ১টি ছয়ে ১১৪ রান করে ফেরেন সাজঘরে। লিটনের আউটে ভেঙে যায় পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে গড়া ৪২৫ বলে ২০৬ রানের জুটি।

লিটনের বিদায়ের পর ব্যাট করতে নামেন অভিষিক্ত ইয়াসির আলী। তবে অভিষেক ইনিংসটা রাঙাতে পারেননি ইয়াসির আলী রাব্বি। এই ব্যাটারকে ঘিরে যে স্বপ্ন দেখেছিল টিম ম্যানেজমেন্ট তা ঠিকঠাক করতে পারেননি তিনি। হাসান আলী বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ১৯ বলে করেন ৪ রান। এই রিপোর্ট লিখা পর্যন্র বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেটে ২৭৩ রান। মুশফিকুর রহিম ৯১ ও মেহেদী হাসান মিরাজ ২ রান নিয়ে ব্যাট করছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password