হারের সেঞ্চুরি দিয়ে রেকর্ড করলেন বাংলাদেশ

হারের সেঞ্চুরি দিয়ে রেকর্ড করলেন বাংলাদেশ

নতুন রেকর্ড ভর করেছে বাংলাদেশ ক্রিকেটের উপর। এটা শুধু রেকর্ডই নয় এ যেনো বাংলার ক্রিকেটের উপর বিশ্ব থেকে পাওয়া লজ্জা দিয়ে তৈরী এক মালা। এই প্রথম বিশ্বের কোন দেশ সব চেয়ে কম ম্যাচ খেলে লজ্জার হারের সেঞ্চুরী করেছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশই প্রথম যারা এত কম ম্যাচ খেলে শত তম হারের স্বাধ গ্রহন করেছে। 

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এমন নিকশ কালো আমাবস্যা আধার যেনো কাটছেই না। এই আধার ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেট কে ডেকে দিচ্ছে। মুছে দিচ্ছে সকল স্বপ্ন।  

বাংলাদেশের টেস্ট ক্যাড়িয়ার খুজে দেখা যায় এই পর্যন্ত বাংলাদেশ টেস্ট খেলেছে মাত্র ৩৩৪ ম্যাচ তার মধ্যে উয়িন্ডিজদের বিপক্ষে বাজেভাবে লাস্ট ম্যাচ হারের পর ১০০ তম হারের স্বাধ নিলো টাইগাররা। ২২ বছরের টেস্ট ক্যাড়িয়ারে ১৩৪ ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র  ১৬ টি। এবং ড্র করেছে বাকি ১৮ টি ম্যাচ।  

টেস্ট ইতিহাসে এত কম ম্যাচ খেলে বাংলাদেশই একমাত্র দেশ যারা হারের সেঞ্চুরী মেরেছে। 

লজ্জার এই রেকর্ডের দিনে ক্যাপটেন সাকিব  এর দায় বার শুধু ক্রিকেটার বা নিজের উপর নিতে চান না । গনমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, যে দেশে ক্রিকেট কালচার নেই সেই দেশে এর থেকে এর থকে বেশি কি আশা করা যায়? 

সাকিব আল হাসান আরও বলেন, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে লাস্ট কবে দেখেছেন ২৫ হাজার খেলা দেখে? ইংল্যান্ডে প্রতি ম্যাচে ২৫ থেকে ৩০ হাজার দর্শক তেস্ট খেলা দেখে। আসলে প্লান করে কোন কিছুতে না আগালে তো এমন হবেই। প্লান করে যদি আগানো যায় তাহলে বাংলাদেশের জন্য কিছু সম্ভব হবে তা নাহয় হয়তো আর বেশি দূর আগানো সম্ভব হবেনা বলেও মনে করেন তিনি। 

লক্ষ করলে দেখা যাবে- ১০০ হারের স্বাধ পেতে 

নিউজিল্যান্ড কে খেলতে হয়েছে ২৪১ ম্যাচ

শ্রীলঙ্কা কে খেলতে হয়েছে ২৬১ ম্যাচ

সাউথআফ্রিকা খেলেছে ২৭৯ ম্যাচ 

ভারত ৩০৩ মাচ এবং ইংল্যান্ড ৩৪১

পাকিস্তান কে খেলতে হয়েছে ৩৫৭ ম্যাচ 

অস্ট্রেলিয়া ৩৭৪ ম্যাচ 


মন্তব্যসমূহ (০)


Lost Password