স্পোর্টস ডেস্ক : নারী বিশ্বকাপের বাছাইপর্বে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের ঝালাই করার ম্যাচে জিম্বাবুয়ের হারারেতে শুক্রবার নেদারল্যান্ডসকে ১৩০ রানের ব্যবধানে হারিয়েছে তারা।
হারারেতে প্রথমে ব্যাট করে নির্ধারীত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৮৯ রান করেন নিগার সুলতানা। ৮৭ বলে ১১টি চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। ফারজানা হক ৬ চারে ৫১ রান করে রিটায়ার্ড আউট হন। তৃতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন রিতু মনি। নেদারল্যান্ডসের আইরিশ জিউইলিং ৩টি উইকেট নেন।
২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে ১৩৫ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে ৯ জন বল করেন। তার মধ্যে জাহানারা আলম ৩টি উইকেট নেন। নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নেন। ব্যাট হাতে নেদারল্যান্ডসের মাত্র ৩ জন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে বাবেটে দে লিদে সর্বোচ্চ ৫৩ রান করেন। ২৬ রান করেন জুলিয়েট পোস্ট। আর ১২ রান করেন আইরিস জিউইলিং।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন