যুক্তরাষ্ট্রে বিদ্বেষমূলক সহিংসতা বেড়েই চলেছে। হামলার শিকার হচ্ছেন মুসলিম অভিবাসীরা। খোদ নিউইয়র্কেই হামলার শিকার হয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এ অবস্থায় নিরাপত্তার দাবিতে রাস্তায় নামছেন ভুক্তভোগী ছাড়াও সাধারণ অনেক মানুষ
গত এক মাসে বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের ব্রঙ্কসে আলাদা দুটি ঘটনায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই বংলাদেশি ট্যাক্সিচালক।
গত সপ্তাহে বিদ্বেষমূলক অপরাধের শিকার হন কমিউটিনির পরিচিত মুখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিক মাহমুদ। একই দিন লিফট অপারেটর মোহাম্মদ রিপন মিয়ার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এর দুদিন আগে উবার চালক মোহাম্মদ আসাদুজ্জামান রিপন সন্ত্রাসী হামলার কবলে পড়েন।
বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কাছে সিক্সটি সিক্স নর্দার্ন বুলভার্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত আব্দুর রহমান নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী আব্দুন নূর ভূইয়া।
সাংবাদিকদের নূর ভূইয়া জানান, সন্ধ্যায় মসজিদ থেকে বাসায় ফেরার পথে দুই শ্বেতাঙ্গ ও এক ভারতীয় তার ওপর হামলার চালায়। হামলাকারীরা এ সময় আব্দুর রহমানকে উদ্দেশ্য করে বলছিল, ইউ মুসলিম, গো ব্যাক টু ইউর কান্ট্রি।
আহত আব্দুর রহমান পুলিশকে ফোন করলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ভারতীয়কে আটক করেছে পুলিশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন