বেনফিকার কাছেও বিধ্বস্ত বার্সেলোনা

বেনফিকার কাছেও বিধ্বস্ত বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : লিওনেল বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর থেকেই বার্সেলোনা তাদের স্বভাবজাত ফুটবল খেলতে পারছে না। ফলাফল একের পর এক ম্যাচে হেরে চলছে তারা। টানা তিন ম্যাচ পর লা লিওগায় গইত ম্যাচে জয়ের দেখা পেলেও আবার পরাজয়ের মুখে পড়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে হেরেছে দলটি। প্রথম ম্যাচে একই ব্যবধানে হেরেছিল বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

গতকাল বুধবার রাতে বেনফিকার মাঠে শুধু বল দখলের লড়াইয়েই আধিপত্য দেখিয়েছে বার্সা। সারা ম্যাচে মাত্র আটটি শট করে তারা। যার মধ্যে একটি ছিলো লক্ষ্যে কিন্তু মেলেনি গোল। অন্যদিকে ১২টি শটের মধ্যে ছয়টি লক্ষ্যে রেখে তিন গোল আদায় করে নিয়েছে স্বাগতিকরা। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। তৃতীয় মিনিটের মাথায় ডারউইন নুনেজের গোলে এগিয়ে যায় বেনফিকা। সতীর্থের বাড়ানো পাস ধরে বাম কর্নার দিয়ে বল জালে জড়ান এই উরুগুয়িন স্ট্রাইকার। এর দুই মিনিট পর আবারও এগিয়ে যেত পারতো বেনফিকা। ব্যবধান ২-০ হতে দেননি বার্সেলোনা গোলরক্ষক। রোমান ইয়েরেমচুকের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন তিনি। ১২তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন জেরার্ড পিকে। ৩৩মিনিটে আরেকটি হলুদ কার্ডের শঙ্কা দেখা দিলে তাকে তুলে নেন কোচ রোনাল্ড কোম্যান। পিছিয়ে পড়া বার্সেলোনা বেশ কয়েকবার সমতায় ফেরার সুযোগ পেলেও নিখুঁত ফিনিশিং করতে না পারায় বার বারই ব্যর্থ হয়। বিপরীতে এগিয়ে থাকায় রক্ষণে শক্তি বাড়িয়ে আক্রমণ বাড়ায় বেনফিকা। এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর সমতা ফেরাতে মরিয়া বার্সেলোনা ৫২তম মিনিটে আরও পিছিয়ে যেতে বসেছিল। মাঝমাঠ পর্যন্ত এগিয়ে এসে দলকে বিপদে ফেলে দিচ্ছিলেন টের স্টেগেন। তার ভাগ্য ভালো অনেক দূর থেকে ফাঁকা জালে বল পাঠাতে পারেননি নুনেস, পোস্টে লেগে বাইরে যায় তার শট। ম্যাচের ৬৯ মিনিটের সময় দ্বিতীয় গোল করে বেনফিকা। এবার স্কোরশিটে নাম তোলেন রাফা সিলভা। ৭৭তম মিনিটে ডি-বক্সের ভেতর সার্জিও দেস্টের হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দুই মিনিটের ব্যবধানে স্পট কিকে ৩-০ করেন নুনেজ। ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এরিক গার্সিয়া। ৩-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বেনফিকা।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম দুই ম্যাচে হারল বার্সেলোনা। প্রথম এই স্বাদ পেয়েছিল ১৯৭২-৭৩ মৌসুমে। সেবার প্রথম দুই ম্যাচে কাতালান ক্লাবটি হেরেছিল পোর্তোর বিপক্ষে। এছাড়া ১৯৬১ সালের পর এই প্রথম বার্সেলোনাকে হারাল বেনফিকা। দুই ম্যাচ শেষে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার সবার নিচে আছে কুমানের দল। গ্রুপের অন্য ম্যাচে দিনামো কিয়েভকে ৫-০ গোলে হারানো বায়ার্ন ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বেনফিকা। তাদের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করা দিনামোর পয়েন্ট ১।

মন্তব্যসমূহ (০)


Lost Password