স্পোর্টস ডেস্ক: মেসি ও গ্রিজম্যানকে ছেড়ে দেবার পর এবারের মৌসুমে চেনাই যাচ্ছেনা বার্সেলোনাকে। একককথায় বলতে গেলে জিততেই যেন ভুলে গেছে বার্সা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর গত সোমবার লা লিগায় গ্রানাদার বিপক্ষে কোনোমতে হার এড়িয়েছিল বার্সেলোনা।এবার দুর্বল কাদাজকেও হারাতে পারলো না তারা। কাদিজের মাঠে গোলশূন্য ড্র করেছে কাতালিয়ানরা। কাদিসের মাঠে এই নিয়ে টানা দুই ম্যাচে জয়শূন্য রইলো বার্সেলোনা।
গত ডিসেম্বরের ম্যাচটিতে নিজেদের দুই ভুলে ২-১ গোলে হেরেছিল তারা। পরে গত মৌসুমের ফিরতি লেগে বার্সেলোনাকে তাদের মাঠেও রুখে দিয়েছিল ১৫ বছর পর সেবারই লিগে ফেরা দলটি। লিগেও বাজে অবস্থায় আছে বার্সেলোনা। এবারের লিগে পাঁচ ম্যাচে টানা দুই ও মোট তিনটিতে পয়েন্ট হারাল তারা। পয়েন্ট টেবিলে পড়ে রইলো বেশ পেছনেই।
পুরো ম্যাচ জুড়েই বিবর্ণ ছিল বার্সেলোনা। দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে ছয়টি শট নেয় দলটি, যার মাত্র দুটি ছিল লক্ষ্যে। আর মাত্র ৩২ শতাংশ সময় বল পায়ে রাখতে পারা কাদিস ১৩টি শট নেয়, যার তিনটি লক্ষ্যে। ম্যাচের ৬৫ মিনিটের সময় সবচেয়ে বড় ধাক্কাটা খায় বার্সা। মাঝমাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বার্সার অন্যতম ভরসার পাত্র লুক ডি ইয়ং। যার ফলে পরের ম্যাচটি খেলতে পারবেন না তিনি।
অবশ্য ডি ইয়ংয়ের হলুদ কার্ডটি নিয়ে সংশয়ের জায়গা ছিলো অনেক। যার ফলে পরের ম্যাচটি খেলতে পারবেন না তিনি। অবশ্য ডি ইয়ংয়ের হলুদ কার্ডটি নিয়ে সংশয়ের জায়গা ছিলো অনেক। এই হতাশাজনক ড্রয়ের পর পাঁচ ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে কাদিজ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন