৩ গোলে এগিয়ে থেকেও জিততে পারলো না বার্সেলোনা

৩ গোলে এগিয়ে থেকেও জিততে পারলো না বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : খারাপ সময় যেন পিছুই ছাড়তে চাইছে না বার্সেলোনার। ৩ গোলের লিড নিয়েও পয়েন্ট ভাগাভাগি করতে হলো বার্সাকে। শনিবার ৬ (নভেম্বর) সেলতা ভিগোর মাঠে আতিথেয়তা নেয় বার্সেলোনা। শুরু থেকেই নিজেদের শক্তির দাপট দেখাতে শুরু করে কাতালানরা। ম্যাচের প্রথমার্ধে কাতালানদের হয়ে তিন গোল করেন আনসু ফাতি, সেহি বুসকেতস ও মেমফিস। বিরতির পর বার্সেলোনা আক্রমণ হেনেও গোল সংখ্যা বাড়াতে পারেনি। বরং সেলতা ভিগো ফাঁকে ফাঁকে আক্রমণ গড়ে সফল হয়েছে। তিন গোল শোধ দিয়ে অতিথিদের তারা জিততে দেয়নি।

বার্সা প্রথমার্ধে ছিল দুর্দান্ত। ম্যাচের ৫ মিনিটেই বাঁ প্রান্ত থেকে একক প্রচেষ্টায় আনসু ফাতির দুর্দান্ত গোল। ১৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুই বছর পর ব্লাউগ্রানা জার্সি গায়ে গোল করলেন সার্জিও বুসকেটসও। অতিথিরা তৃতীয় গোলটি আদায় করে নেয় ৩৩ মিনিটে। আবারো বাঁ প্রান্ত থেকে সাজানো আক্রমণে সফল সার্জি বারজুয়ানের দল। লেফটব্যাক জর্দি আলবার ক্রসে মাথা ছুঁইয়ে এবার স্কোরশিটে নাম তুললেন মেম্ফিস ডিপাই। তাতে যেন রাজ্যের হাসি কাতালান সমর্থকদের মনে।

দুই দল যখন বিরতিতে যায় তখন বার্সা সমর্থকরা মনে করে নিয়েছিল আজ বুঝি জয়ের স্বাদ নিয়ে বাড়ি ফেরা যাবে। তাদের সবার মুখেই ছিল স্বস্তির হাসি। তবে নাটকের শুরু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে সেল্টার প্রথম আঘাত। ৫২ মিনিটে একটি গোল শোধ দেন ইয়াগো আসপাস। তবে স্বাগতিক সমর্থকদের আশা দেখান নোলিতো। ৭৪ মিনিটে তার হেডে করা গোলের পরেই ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখতে শুরু করে সেল্টা। আর ইনজুরি সময়ে আসপাস নিজের দ্বিতীয় গোলটি করে সেই স্বপ্নকে সত্যি করেন। উল্লাসে ফেটে পড়ে সেল্তার গ্যালারি। তখন মাথায় হাত বার্সেলোনার খেলোয়াড়দের। জার্সি খুলে আসপাস হলুদ কার্ড দেখলেও সেল্তার আনন্দে কমতি পড়েনি একটুও।

১২ ম্যাচে চার জয়, পাচ ড্র ‍ও তিন হার নিয়ে ৯ স্থানে আছে বার্সেলোনা। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ রায়ো ভাইয়েকানোর বিরুদ্ধে ২-১ গোলে জিতে লা-লিগার শীর্ষ স্থানে পৌঁছে গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password