রাজধানীতে দিনভর হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সকাল থেকেই আশ্বিনা বৃষ্টিতে দুর্ভোগে পরে সড়কে চলাচলকারী মানুষ। গেল রাতে বৃষ্টি হয়েছে রাজধানীজুড়ে। এতে সকাল পর্যন্ত প্রায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টি হলেই যানজটের যে চিরায়ত রূপ তা আজ দেখা যায়নি রাজধানীতে। এতে কিছুটি স্বস্তিতে সড়কে চলছে মানুষ। চলতি মাসে বঙ্গোপসাগরে আরও ১/২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সমুদ্রবন্দরগুলোর জন্য এখন অবধি কোনো সিগন্যাল নেই। সোমবার (৩ অক্টোবর) সকাল থেকেই আশ্বিনা বৃষ্টিতে দুর্ভোগে পড়ে সড়কে চলতে থাকা মানুষ। উত্তর বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এখনো একই এলাকায় বিরাজ করছে। লঘুচাপটি বেশ সক্রিয় রয়েছে। এর প্রভাবে মাঝারি, ভারি ও ভারি বর্ষণের কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। এই বৃষ্টিপাত আরও দুদিন অব্যাহত থাকতে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন