বায়ার্নের জয়ের ধারা অব্যাহত

বায়ার্নের জয়ের ধারা অব্যাহত

স্পোর্টস ডেস্ক : জার্মান বুন্দাস লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে জায়ান্ট বায়ার্ন মিউনিখ। লাল কার্ডের খড়গে দশ জনের দলে পরিণত হয় বায়ার্ন মিউনিখকেও থামাতে পারেনি বুন্দাস লিগার তলানিতে থাকা এসপিভিজিজি গ্রেথার ফার্থ। শুক্রবার রাতে জার্মান বুন্দেসলিগার ম্যাচে এসপিভিজিজি গ্রেথার ফার্থকে ৩-১ গোলে হারালো বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে টমাস মুলার ও জশুয়া কিমিচের নৈপুণ্যে দুই গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বায়ার্ন মিউনিখ।

গোটা ম্যাচে বল দখলে এগিয়ে ছিল বর্তমান বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। পজেশনে বায়ার্নের ৬৮ শতাংশের বিপরীতে ফার্থের দখলে ছিল মাত্র ৩২ শতাংশ বল। আক্রমণে জুলিয়ান নাগেলসম্যানের দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে স্বাগতিকরা। গোলবারের উদ্দেশ্যে বায়ার্নের শট ছিল ১২টি, যার লক্ষ্যে ছিল ৪টি। অপরদিকে ১০টি শটের ৫টি লক্ষ্যে রাখে গ্রেথার ফার্থ। মুলারের গোলে ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যান আলফোনসো ডেভিস। ডি-বক্সের বাম প্রান্ত থেকে ডেভিসের ক্রস প্রতিপক্ষের পায়ে লেগে বল যায় মুলারের কাছে। বাঁ পায়ের দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন জার্মান স্ট্রাইকার। ১৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যে রাখতে পারেননি মুলার। ২৫তম মিনিটে বায়ার্নের ডি-বক্সের কোণায় ফ্রি-কিক পায় গ্রেথার ফার্থ। তবে দলটির মিডফিল্ডার জুলিয়ান গ্রিনের মাটি ঘেষা শট সহজেই ধরে ফেলেন ম্যানুয়েল নয়্যার। ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। ৩০ তম মিনিটে ডি-বক্সের বা প্রান্ত থেকে ল্যারয় সানেকে পাস দেন ডেভিস। সানের কাটব্যাক পেয়ে ডি-বক্সের বাইরে থেকে লক্ষ্যভেদ করেন জশুয়া কিমিচ।

৪৮তম মিনিটে বায়ার্ন গোলরক্ষককে একা পেয়ে আক্রমণে এগিয়ে যাচ্ছিলেন গ্রেথার ফার্থের জুলিয়ান গ্রিন। তাকে পেছন থেকে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড দেখেন বায়ার্ন রাইট ব্যাক বেঞ্জামিন পাভার্ড। ৫৭তম মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন রবার্ট লেভানডোভস্কি। ডি-বক্সের বাম প্রান্ত থেকে ল্যারয় সানের পাস পেয়ে সরাসরি শট নেন তিনি। পোলিশ স্ট্রাইকারের দুর্বল শট সহজেই ধরে ফেলেন গ্রেথার ফার্থ গোলরক্ষক সাসচা বারচার্ট।

৬৮তম মিনিটে আত্মঘাতী গোল করেন গ্রেথার ফার্থের লেফট ব্যাক সেবাস্তিয়ান গ্রিসব্যাক। এসময় জশুয়া কিমিচের ফ্রি-কিক শট ক্লেয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন এই জার্মান ফুটবলার। ৮৭তম মিনিটে গ্রেথার ফার্থের হয়ে একটি গোল পরিশোধ করেন বদলি হিসেবে নামা সেড্রিক ইতেন। ৬ ম্যাচে পাঁচ জয় এবং ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ।

৫ ম্যাচে ৪ জয় এবং ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উলভসবুর্গ। ১২ পয়েন্ট নিয়ে তিনে বুরুশিয়া ডর্টমুন্ড। ৬ ম্যাচে ৫ হার এবং ১ ড্রয়ে গ্রেথার ফার্থের অবস্থান একেবারে তলানিতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password