ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচায় জেলেদের জালে ধরা পড়েছে একটি রাজা ইলিশ। মাছটির ওজন আড়াই কেজি হয়েছে। এটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে জেলেরা জানান।
শুক্রবার (২৭মে) সকালে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া চরফারুকি নবীনগর বাজারে এ ইলিশ মাছটি বিক্রি করার জন্য ওঠিয়েছে। জেলে বেল্লাল মাঝি বলেন, সকাল সাড়ে ৬ টার দিকে চরপাতিলা থেকে ৪ জন জেলে নিয়ে বুড়োগৌরাঙ্গ নদীতে মাছ শিকারে যান তিনি। বেলা সাড়ে ১০টা পর্যন্ত জাল বেয়ে একটি আড়াই কেজি ওজনের রাজা ইলিশসহ প্রায় ১০ টি ইলিশ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ৫ হাজার টাকা হবে। তিনি আরও বলেন, এতো বড় মাছ এর আগে জেলেদের জালে ধরা পড়েনি। তবে মাছটি ঘাটে আনা হলে তা ক্রয়ে করেন কামাল নামে এক মৎস্য আড়তদার।
ওই ঘাটের মৎস্য আড়ৎদার মো. কামাল বলেন, কয়েকদিন ধরে জেলেদের জালে বড় সাইজের মাছ ধরা পড়ছে। তবে এ মাছটি কিছুটা বড় ছিল। স্থানীয় জেলেরা জানালেন, ইলিশ ধরার শুরুতে জেলেদের জালে তেমন মাছ ধরা পড়েনি। তবে গত কয়েকদিন ধরে ইলিশ ধরা পড়ছে। এতে হাসি ফুটেছে জেলেদের। চরফ্যাসন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার জানান, অনেক সময় নদীতে রাজা ইলিশ পাওয়া যায়। ডিম ছাড়তে নদীতে উঠে আসে এসব বড় ইলিশ মাছ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন