দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। শুক্রবার (২৬ জানুয়ারি) তারা এ কর্মসূচি পালন করে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে নাটোর জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল করে নেতাকর্মীরা। দলটির জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ-সমাবেশে নেতারা বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সরকার শুধু প্রশাসন এবং ভারতের উপর ভর করেই অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। তারা আরও বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে দেশ ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে।
জামালপুরে খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করেছেন জেলার নেতাকর্মীরা। সকালে শহরের দড়িপাড়া বাইপাস মোড় থেকে মিছিলটি বের হয়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বিসিক মোড়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ-সমাবেশ করেন নেতাকর্মীরা।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঝিনাইদহেও মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে মডার্ন মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। সমাবেশে নেতারা সংসদ বাতিলের দাবি জানান।
নোয়াখালীতেও একই দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাইজদী পৌর বাজারে প্রথমে বিক্ষোভ সমাবেশ করে দলের নেতাকর্মীরা। এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে উপস্থিত হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে পৌর বাজার থেকে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলৈন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। এসময় জেলা, উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে সংসদ বাতিলের দাবি জানান।
সিরাজগঞ্জে কালো পতাকা মিছিল করেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে কলেজ মাঠে গিয়ে শেষ হয়। দলের নেতা-কর্মীরা জানান, ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কালো পতাকা মিছিল করা হয়।
মিছিল-পূর্ব প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান রানা প্রমুখ।
ফরিদপুরে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের নামে মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের দাবিতে বের হওয়া কালো পতাকা মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের ব্রহ্মসমাজ সড়ক থেকে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করে। কিছুদূর যেতেই মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে আসলে মিছিলটিতে বাধা দেয় পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দ্রুত স্থান ত্যাগ করে নেতাকর্মীরা।
মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমটি আখতার টুটুল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সহ-সভাপতি এম এম ইউসুফ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সহ-সভাপতি কে এম জাফর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন