বোধবার(১৫জুন) হাড্ডাহাড্ডি লড়াই শেষে কুমিল্লা সিটি কর্পোরেশণ নির্বাচন শেষ হলো। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হককে (রিফাত) কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হকের (সাক্কু) চেয়ে ৩৪৩ ভোট বেশি পেয়েছেন তিনি।
কুমিল্লা সিটি কর্পোরেশণ নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ২২০ জন। মোট ভোটার কেন্দ্র ১০৫টি।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, নৌকা মার্কার প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক (সাক্কু) পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।
এই ফল প্রত্যাখ্যান করেছেন মনিরুল হক সাক্কু। তিনি বলেছেন, পরিকল্পিতভাবে শেষ মুহূর্তে কয়েকটি কেন্দ্রের ফল আটকে রেখে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে।
বুধবার সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের গত দুই মেয়াদের মেয়র মনিরুল হক। তিনি বলেছিলেন, ভোটের ফল মেনে নেবেন।
পুরোপুরি ইভিএমে হওয়া এই নির্বাচনের ভোটের ফল সন্ধ্যার পর থেকে জেলা শিল্পকলা একাডেমি থেকে ঘোষণা করা হয়।
ভোট গ্রহণ নিয়ে সব প্রার্থী সন্তোষ্ট থাকলেও ফলাফল ঘোষণার শেষ মূহুর্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মনিরুল হক সাক্কু।
তিনি বলেছেন, ১০১ টি কেন্দ্রের ফল ঘোষণাতো ঠিক মতই হয়েছে লাস্ট ৪ কেন্দ্রের ফল ঘোষণা নিয়ে কেন এত পায়তারা করলো নির্বাচন কমিশন?
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন