আগামীকাল ভোরে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

আগামীকাল ভোরে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের জন্য অপেক্ষা করে থাকেন পুরো বিশ্বের ফুটবল ভক্তরা। গত জুলাইয়ে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পর আবারও মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বের ম্যাচে একে অপরের বিপক্ষে মুখোমুখি হচ্ছে এই দুদল। আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায়। কোপার ফাইনালের পর দুই দলের বাছাইপর্বের প্রথম ম্যাচে মাঠে নামলেও খেলা শেষ হতে পারেনি। খেলা শুরু হওয়ার মাত্র ৫ মিনিটের মাথায় বন্ধ হয়ে যায়। করোনাকালীন বীধি নিষেধের কারণে খেলা বন্ধ করে দেয়া হয়।

আগের ম্যাচ স্থগিত হয়ে থাকায় এটিই মূলত বাছাইপর্বে দুই দলের প্রথম ম্যাচ। ইতোমধ্যে মূল পর্বে ওঠার ছাড়পত্র আদায় করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৩৪। ব্রাজিলের সমান ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দুবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। মূলপর্বে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনার প্রয়োজন আর একটি জয়ের। তাহলেই স্বস্তি। লিওনেল স্কালোনির দল ঘরের মাঠে সেই ম্যাচে ব্রাজিলকে হারিয়েই স্মরণীয় করে রাখতে চায় মূলপর্বে ওঠার মূহূর্তকে।

গত তিন দিন ধরে যে প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া ছিলেন আর্জেন্টিনার ভক্তরা, সোমবার সেই ধাঁধার সমাধান করে দিয়েছেন কোচ স্কালোনি। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, স্পষ্ট করে বলে দেওয়াই ভালো যে, ব্রাজিলের বিরুদ্ধে শুরু থেকেই লিওনেল মেসি খেলবে। চোটের জন্য ওকে উরুগুয়ে ম্যাচে আমরা ব্যবহার করতে চাইনি। মেসি নিজেই জানিয়েছে সম্পূর্ণ চোটমুক্ত। ফলে ওকে সামনে রেখেই এই মর্যাদার ম্যাচ জিতে মাথা উঁচু করে মাঠ ছাড়তে চাই।

এতে আবারও বর্তমানের দুই ক্লাব সতীর্থ ও পুরনো বন্ধুর মুখোমুখি লড়াই দেখার সম্ভাবনা জাগে। কিন্তু সোমবার রাতেই ব্রাজিল দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বাঁ ঊরুতে ব্যথা অনুভব করছেন নেইমার। চোটের অবস্থা জানতে পরীক্ষা-নিরীক্ষারও যথষ্ট সময় না থাকায় আসছে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল কমিশন। দলের সঙ্গে আর্জেন্টিনায়ও যাবেন না তিনি।

ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচে কেউ হার মানতে চায়না। দুই দল সবস্ময় জেতার জন্য মাঠে নামে। এই ম্যাচের আগে কাউকে ফেভারিট বলা যায় না। তবে পরিসংখ্যান অবশ্য কথা বলছে ব্রাজিলের পক্ষে। দুই দলের মুখোমুখি দ্বৈরথে এখন পর্যন্ত ব্রাজিলের জয় ৪৬ ম্যাচে আর ড্র হয়েছে ২৫টি। অন্যদিকে আর্জেন্টিনা জিতেছে ৪১ ম্যাচ। তবে শেষ পাঁচ ম্যাচের মধ্যে আবার আর্জেন্টিনার জয় তিনটিতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password