স্পোর্টস ডেস্ক : ২০২২ বিশ্বকাপ ফুটবলের লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে অপ্রতিরোধ্য ব্রাজিল। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দলটিকে এবার হারাতে পারল না কলম্বিয়াও। শুক্রবার ভোরে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে ছয় ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে করল নেইমারের দল।
ম্যাচের শুরু থেকেই অবশ্য দাপট দেখায় ব্রাজিল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা তারা পাচ্ছিল না কিছুতেই। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম সুযোগ পেয়েছিল কলম্বিয়াই। কিন্তু উইলমার বারিসের শট চলে যায় গোলপোস্টের ওপর দিয়ে। দুই মিনিট পর ওপর দিয়ে যায় ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুসের শটও। ২০তম মিনিটে জেফারসন লেরমার কাছ থেকে বল পেয়েও লক্ষ্যে রাখতে পারেন ডুবান জাপাটা। এর দুই মিনিট পর ফ্রেডের বাড়ানো থ্রু বল কাজে লাগাতে পারেননি লুকাস পাকোওয়েতাও। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে দারুণ কিছু সুযোগ তৈরী করেছিল ব্রাজিল, তবে সুযোগ তৈরি করতে পারছিলনা। কলম্বিয়াও সুযোগ পেয়েছিল কিন্ত কাজের কাজটি করতে পারছিল না কেউ। ম্যাচের ৭২ মিনিটে গিয়ে অপেক্ষার অবসান ঘটান ব্রাজিলের পাকুয়েতা। নেইমারের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শট করে জালের ঠিকানা খুঁজে নেন তারকা মিডফিল্ডার। ম্যাচের বাকি সময়ে আর বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল।
এ ফলাফলের পর ১২ ম্যাচে হারেনি একটি ড্র ও ১১টি জয় নিয়ে ৩৪ পয়েন্ট হলো ব্রাজিলের। ব্রাজিলের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইকুয়েডর।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন