বোদায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিএনপি নেতাদের দাবি, আজ রবিবার (৭ আগস্ট) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা সদরের ধানহাটি থেকে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক ধরে মাইক্রোবাসস্ট্যান্ডে পৌঁছলে নবগঠিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনজাম পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।
এ সময় বিএনপি, ছাত্রদল ও যুবদলের ১২ জন নেতাকর্মী আহত হন। আহতরা হলেন আসাদুল্লাহ আসাদ, জাহাঙ্গীর আলম, আবু বক্কর সিদ্দিক, নুর আলম পুলক, শরিয়ত উল্লাহ বিপ্লব, মিঠু, রাজিউর রহমান, আমান, সেলিম, রাসেল, রাকিব, রিপন। আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়েল প্রধান বলেন, আমরা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করছিলাম। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। লাঠিসোঁটা দিয়ে তারা আমাদের নেতাকর্মীদের মারধর করে, সেই সঙ্গে চারদিক থেকে ইটপাটকেল ছুড়তে থাকে।
এতে আমাদের ১২ জন নেতাকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ছাত্রলীগ নেতা আনজাম পিয়াল বলেন, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে গালিগালাজ করে মিছিল করছিল। এ সময় আমরা প্রতিবাদ জানালে তারা আমাদের ওপর হামলা করে।
আমি সংঘর্ষ থামানোর চেষ্টা করি। তাদের হামলায় আমাদের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছে। এ বিষয়ে বোদা থানার ওসি সুজয় কুমার জানান, দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন হালকা আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন