আল আমিন মুন্সী: নরসিংদীর বেলাবতে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আত্মগোপনে থাকা আসামী মিরাজ মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব ১১ ও ৯ সমন্বিতভাবে হবিগঞ্জের চুনারুঘাট থানার সীমান্তবর্তী বাল্লা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গতকাল রোববার দুপুরে র্যাব ১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এই তথ্য জানান ক্যাম্প কমান্ডার মো. তৌহিদুল মবিন খান ধর্ষণের ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার আসামী মিরাজ মিয়া নরসিংদীর বেলাব উপজেলার দেওয়ানের চর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন দেখে আসামীকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাবের গোয়েন্দা দল। এই মামলার আসামী মিরাজ মিয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার সীমান্তবর্তী বাল্লা গ্রামে আত্মগোপনে আছে বলে জানতে পারে র্যাব। পরে শনিবার রাতে সীমান্তবর্তী এলাকার নো ম্যানস ল্যান্ডের পাশে আত্মগোপনে থাকায় ৫৫ বিজিবি বাল্লা ক্যাম্প ও স্থানীয় র্যাব ৯ এর সহযোগিতায় ওই এলাকার মৃত হাসিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ১৯ জানুয়ারি রাত পৌনে ১০টার দিকে বাড়িতে ঢুকে ১১ বছর বয়সী ওই শিশুটিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে। এই ঘটনার চারদিন পেরিয়ে গেলেও মামলা নিচ্ছিল না বেলাব থানার পুলিশ। পরে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে শিশুটির পরিবারের দেওয়া লিখিত অভিযোগ মামলা হিসেবে নেয় পুলিশ। গ্রেপ্তার আসামী মিরাজ মিয়াকে বেলাব থানার সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন