কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে ফের সংঘর্ষ, ৪ হাজার জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে ফের সংঘর্ষ, ৪ হাজার জনের বিরুদ্ধে মামলা

সম্প্রতি কুমিল্লার এক দূর্গা পূজার মন্ডবে এক মূর্তির পায়ের নিচে  ‘পবিত্র কোরআন’ অবমাননা ও অপ্রীতিকর ঘটনার জেরে গত শুক্রবার রাজধানীর পল্টনের নাইটিঙ্গেল মোড়ে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। ওই দুই মামলায় চার হাজারজনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

গত শুক্রবার রাত ১২টার পর পল্টন ও রমনা থানায় মামলা দুটি দায়ের করে পুলিশ।

রবিবার (১৭ অক্টোবর) পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেন, মিছিলের নামে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। পল্টন থানার মামলাটিতে অজ্ঞাত নামা আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে, রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, শুক্রবারে সংঘর্ষের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা ১০ জনকে আটক করেছি, তাদের এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের কেউ ধরতে আইনানুগ ব্যবস্থা এবং অভিযান পরিচালিত হচ্ছে।

শুক্রবার পবিত্র জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে কয়েকশ’ মুসল্লি মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছোড়েন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্যসহ ৯ জন আহত হন। সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করে পুলিশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password