১ লাখ টাকায় শিশু সন্তান বিক্রির অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত শিশুটির বাবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মাকবুল হাসান নামের আড়াই বছরের শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে গত রোববার বিকেলে বিক্রি হওয়া শিশু মাকবুলের মা মাফিয়া বেগমের অভিযোগের প্রেক্ষিতে শিশুটির বাবা ছালেনুর (৩৫) ও তার সঙ্গী মনফর আলীকে (৪৫) আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশু মাকবুল হাসানকে উদ্ধার করা হয়। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী বলেন, মামলা রেকর্ড করার পর ২৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অন্যান্যরা হলেন—জগন্নাথপুর উপজেলার কাজিরগাঁও গ্রামের মৃত ধারিজ মিয়ার ছেলে রমাই মিয়া (৫৫), সুনামগঞ্জ সদর উপজেলার খেজাউড়া গ্রামের মৃত রফিক আলমের মেয়ে লাকি আক্তার (৩৮)। পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া শিশুর মা মাফিয়া বেগমের সঙ্গে তার স্বামী ছালেনুরের অনেকদিন যাবৎ মনোমালিন্য চলছিল।
তাদের মধ্যে বনিবনা না হওয়ায় তিনি তার বাবার বাড়ি পাথারিয়া ইউনিয়নের বাবনিয়া গ্রামে অবস্থান করছেন। এরই মধ্যে তার স্বামী ছালেনুর একদিন এসে সন্তানদের দাদি অসুস্থ জানিয়ে তাদের দেখতে চান বলে দুই সন্তানকে নিয়ে যান। কিছুদিন চলে গেলে শিশুর মা মাফিয়া বেগম সন্তানদের কথা জিজ্ঞেস করলে তিনি জানান, সন্তানরা তার দাদির সাথে ঢাকায় আছে।
মাফিয়া বেগম তার শাশুড়ির সঙ্গে ফোনে যোগাযোগ করলে তার কাছে শুধু বড় ছেলে আছে বলে জানান তিনি। পরে মাফিয়া বেগম জানতে পারেন তার ছোট ছেলে মাকবুলকে বিক্রি করে দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করলে শিশুটির বাবা ও তার সঙ্গী আরেকজনকে আটক করে পুলিশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন