স্পোর্টস ডেস্ক : করোনার কারণে দীর্ঘদিন দেশের মাটিতে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখতে পারেননি বাংলাদেশের দর্শকরা। অবশেষে গ্যালারিতে ফিরছেন দর্শকরা। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও পাকিস্তানের টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো দর্শকরা গ্যালারিতে বসেই দেখতে পারবেন।
স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক খেলা দেখার সুযোগ পাবেন। তবে গ্যালারিতে প্রবেশ করা দর্শকদের করোনার দুই ডোজ টিকা সনদ দেখাতে হবে। টিকিট কিনলেও করোনার দুই ডোজ ভ্যাকসিন ছাড়া গ্যালারিতে ঢুকতে পারবেন না কেউই। ১৮ এবং তার বেশি বয়সীদের ভ্যাকসিন সনদ লাগবে। মাঠে ঢুকার আগেই গেইটে দেখাতে হবে এই সনদ।
এবার সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হবে ১০০ টাকা। এই টিকিটে খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকেটের মূল্য ১৫০ টাকা। ক্লাব হাউজের টিকেটের দাম ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ১ হাজার টাকা। এবার অনলাইনে টিকিট কেনার কোন ব্যাবস্থা করা হয়নি। আজ বৃহস্পতিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে টিকিট।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন