বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি গভীর নিম্নচাপ এখন আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যার নাম দেওয়া হয়েছে 'জাওয়াদ'- এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার দুপুর ১২টা নাগাদ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এগারশো' কিলোমিটার দূরে অবস্থান করছিলো সাইক্লোন জাওয়াদ।
এ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র বলছে, এটি আগামীকাল ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িশ্যা উপকূলে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড়টি ওড়িশ্যা উপকূলে আঘাত করলে এর প্রভাবে বাংলাদেশের খুলনাসহ কিছু এলাকায় ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত হতে পারে। তবে এই মুহূর্তে আবহাওয়ার গতি-প্রকৃতি সম্পর্কে নিশ্চিত মন্তব্য করা কঠিন বলেছেন কর্তৃপক্ষ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন