স্পোর্টস ডেস্ক : একসময় মা জাভি হার্নান্দেজের সঙ্গে খেলেছেন, সেই সাবেক সতীর্থের অধীনে আবার মাঠে নামবেন দানি আলভেজ। বার্সেলোনা ভক্তদের চমকে দিয়ে ন্যু ক্যাম্পে ফিরলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। শুক্রবার এক ঘোষণায় ক্লাব জানিয়েছে এই খবর।
গত কদিন ধরেই আকাশে-বাতাসে গুঞ্জন, পুরনো ডেরা বার্সায় ফিরতে যাচ্ছেন আলভেজ। তবে ৩৮ বছর বয়সী এই ফুটবলারের কাছ থেকে বার্সার মতো শীর্ষসারির ক্লাবের আর কী-ই পাওয়ার আছে! সে কারণেই ছিল সংশয়। তবে সমস্ত জল্পনা দূর করে বার্সেলোনা আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়ে দিলো, আলভেজকে ঘরে ফেরাচ্ছে তারা।
তবে এখনই বার্সায় দলের সাতেহ যোগ দিতে পারছেন না আলভেজ কারণ লা লিগার ফুটবল দলবদলের বাজার সেপ্টেম্বরের ২ তারিখ বন্ধ হয়ে যায়। এরপর কোনো খেলোয়াড়কে কিনলে আর নিবন্ধনের সুযোগ থাকে না। এ কারণেই আলভেসকে আগামী শীতকালীন দলবদলের বাজার শুরুর আগে নিজেদের খেলোয়াড় হিসেবে লা লিগায় নিবন্ধন করতে পারছে না বার্সা।
২০০৮ সালে সেভিয়া থেকে আলভেস বার্সেলোনায় যোগ দেন এবং ৮ বছরে দারুণ সময় কাটান ২৩ ট্রফি জিতে। ২০১৬ সালে ন্যু ক্যাম্প ছেড়ে জুভেন্টাসে চলে যান তিনি। তারপর প্যারিস সেন্ট জার্মেইতেও ছিলেন, ২০১৯ সালে ফরাসি ক্লাব ছেড়ে দুই বছর খেলেন সাও পাওলোর সঙ্গে
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন