ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে নওগাঁর আত্রাই উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে।
"সকলের জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার" এই প্রতিপাদ্য নিয়ে দাতা সংস্থা বিএমজেড এবং নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প কতৃক উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের কচুয়া গ্রামে ও মনিয়ারী ইউনিয়ন ঘোষপাড়া গ্রামে দিবসটি উদযাপন করা হয়।র্যালি শেষে বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। ফিল্ড ফ্যাসিলিটেটর নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ট গোলাম রাব্বানী। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফিল্ড ফ্যাসিলিটেটর নিলুফা খাতুন, জমির উদ্দিন, আবু সালেক, সুরেশ চন্দ এবং ঘোষপাড়া মহিলা দলের ক্যাশিয়ার সাথী খাতুন।
আলচনা সভায় বক্তারা বলেন, জাতিসংঘ কর্তৃক ১৯৪৮ সালে প্রথম মানবাধিকার দিবসের ঘোষণা করা হয় এবং ১৯৫০ সাল থেকে গোটা বিশ্ব এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন হয়ে আসছে। সেই হিসেবে মানবাধিকার ঘোষণার আজ ৭৫ বছর পূর্তি হল। মানুষ যাতে তাদের অধিকার আদায়ে সোচ্চার থাকে। কেউ যাতে দমন-পীড়ন ও লাঞ্চনা বঞ্চনার শিকার না হোন, সবাই মিলে যাতে একটি সাম্যের বিশ্ব গড়ে তুলতে পারি, সেই কথাগুলোকে স্মরণ করে দেয়ার জন্যেই আজকের দিবসটি উদযাপিত হয়।কোনগুলো মানুষের অধিকার এবং কোনগুলো মানুষের অধিকার না সেই সম্পকে সকলে যাতে জানতে ও বুঝতে পারেন। আদিবাসী, দলিত এবং প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না পারে। কাউকে পিছিয়ে রেখে নয়, সবাইকে নিয়ে আমরা যাতে একটি সুন্দর, সমৃদ্ধ স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে পারি সেই প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আজকের বিশ্ব মানবাধিকার দিবসটি হোক সাম্যের বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন