ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছে মিসর-গাজা সীমান্তবর্তী রাফাহ ক্রসিং। সোমবার (১৬ অক্টোবর) গুরুত্বপূর্ণ এই সীমান্তে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তেলআবিব। খবর বিবিসির। মিসরের টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজের প্রচারিত হয়েছে এই হামলার একটি ভিডিও ফুটেজ। তবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ইসরায়েলের হুমকিতে বর্তমানে বন্ধ রয়েছে মিসরের নিয়ন্ত্রণে থাকা রাফাহ ক্রসিং। গাজা থেকে এই পথে দ্বৈত নাগরিকদের বের হওয়া ও ত্রাণ প্রবেশের সুযোগ দিতে আলোচনা চলছে। গাজায় মানবিক বিপর্যয় ঠেকাতে জরুরি সহায়তা নিয়ে শত শত ট্রাক অপেক্ষা করছে ক্রসিংটির মিসরীয় অংশে। অন্যদিকে গাজা প্রান্তে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। তবে এই সীমান্তে ইসরায়েলের হামলার ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি মিসর।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন