জীবননগর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান

জীবননগর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান

মনোগ্রাম নকল করে তেল বিক্রি সহ ভেজাল ও দুই নম্বর নিম্নমানের পন্য বিক্রির অপরাধে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

২০ এপ্রিল বুধবার বিকালে জীবননগর বাজার এলাকা ও দত্তনগর রোডে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারি পরিচালক সজল আহম্মেদ। 

অভিযানের সূত্রে জানা গেছে,জেলার জীবননগর বাজার ও দত্তনগর রোডে অভিযান চালিয়ে মেরিকো বাংলাদেশ এর পণ্য প্যারাসুট তেলের মনোগ্রাম নকল করে ভেজাল নারিকেল তেল বিক্রি,অস্বাস্থ্যকর ভাবে পণ্য প্রক্রিয়াজাতকরণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে মূল্য তালিকা না থাকায় জাহাঙ্গীর স্টোরকে ৫০ হাজার টাকা, এবং জিয়া স্টোরকে ৫ হাজার টাকা,শাহিন স্টোরকে ১০ হাজার টাকা এবং বাতোমঘর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভেজাল ও দুই নম্বর নারিকেল তেল নদীতে ফেলে দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন,ভোক্তার অভিযোগের ভিত্তিতে জীবননগরে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। কয়েকটি অপরাধে তাদের মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.আরিফুল ইসলাম রাসেল,স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও থানা পুলিশের একটি টিম অভিযান কাজে সহযোগিতা করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password