নওগাঁর আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আত্রাই এর আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্পসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। তীব্র তাবদাহে দর্শনার্থীদের যেন কোন কষ্ট না হয় এই কথা মাথায় রেখে বিএমজেড এবং নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প থেকে মেলায় আগত দর্শনার্থীদের মাঝে ডাসকোর স্টলে সুপেয় খাবার পানি ও শরবত বিতরণ করা হয়েছে। এসময় তীব্র দাবদাহে সুপেয় খাবার পানি ও শরবত পেয়ে দর্শনার্থীগণ খুশি হয় এবং এই উদ্যোগকে সাধুবাদ জানান। মেলাটি তিনদিন চলবে। এই তিনদিনই ডাসকোর স্টলে সুপেয় খাবার পানি ও শরবত বিতরণ করবে বলে জানা যায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন