তুরস্ক-সিরিয়া সীমান্তে আরেক দফা ভূমিকম্পে কমপক্ষে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এখন পর্যন্ত দুদেশে আহতের সংখ্যা ৩ শ’র কাছাকাছি। সতর্কতা হিসেবে, দুর্গত এলাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলোয় বাসিন্দাদের প্রবেশ না করার নির্দেশ দিয়েছে তুরস্কের সরকার। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
সোমবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে আবারও ৬ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চলটি। গত দু’সপ্তাহে ৬ হাজারের বেশি আফটার শক রেকর্ড করা হয়েছে তুরস্কে। এবারেরটি ছিল সবচেয়ে শক্তিশালী। আগের ভূমিকম্পে টিকে গেছে, এমন অনেক বাড়িঘর-স্থাপনা-রাস্তাঘাট ভেঙে পড়েছে এবারের ভূমিকম্পে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে।
বেশ কয়েকবার আফটারশকও হয়। মিসর ও লেবাননেও অনুভূত হয়েছে ভূমিকম্প। প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান ৪৮ হাজারের বেশি মানুষ। রোববার, দু’টি প্রদেশ ছাড়া অন্যান্য অঞ্চলে উদ্ধার তৎপরতা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয় তুরস্ক সরকার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন