স্পোর্টস ডেস্ক :প্রিমিয়ার লিগের পর চ্যাম্পিয়নস লিগে স্বপ্নের মতো শুরু করলো ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয়বারের অভিষেকে প্রিমিয়ার লিগে জোড়া গোল দিয়ে শুরু করা রোনালদো চ্যাম্পিয়নস লিগেও পেলেন গোলের দেখা। রোনালদোর গোলের পরেও ইয়াং বয়েজের বিপক্ষে পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শরু করেছে রেড ডেভিলরা। মঙ্গলবার দিবাগত রাতে ঘরের মাঠে ‘এফ' গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে সুইজারল্যান্ডের দল ইয়াং বয়েজ।
প্রথমার্ধর ত্রয়োদশ মিনিটে ম্যাচের প্রথম ভালো সুযোগেই দলকে এগিয়ে নেন রোনালদো। বাঁ দিক থেকে দারুণ এক ক্রস বাড়ান তার জাতীয় দল সতীর্থ ব্রুনো ফের্নান্দেস। অফসাইডের ফাঁদ এড়িয়ে ডি-বক্সে ঢুকে আট গজ দূর থেকে রোনালদোর শট গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়। এ গোলের ফলে চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোল সংখ্যা বেড়ে হলো ১৩৫টি। গোল খেয়ে আক্রমণ বাড়ানোর চেষ্টা করে ইয়াং বয়েজ। ৩৫ তম মিনিটে বড় বিপদে পড়ে যায় ম্যাননচেষ্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মিডফিল্ডার ক্রিস্টোফার পেরেইরাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইংলিশ ডিফেন্ডার অ্যারন ওয়ান- বিসাকা।
দ্বিতীয়ার্ধে ১০ জনের ম্যান ইউকে পেয়ে চেপে ধরে ইয়াং বয়েজ। ৬৬ মিনিটে ইয়াং বয়েজকে সমতা ফেরান ক্যামেরুনের উইঙ্গার এনগামালেও। ম্যাচের ৭২ মিনিটের সময় রোনালদো ও ফের্নান্দেসকে তুলে নিয়ে জেসে লিনগার্ড ও নেমানিয়া মাতিচকে মাঠে নামান কোচ উলে গুনার সুলশার। সেই লিনগার্ডের মারাত্মক ভুলেই শেষ মুহূর্তে গোল খেয়ে বসে ইউনাইটেড। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিক ইয়াং বয়েজ। তবে রেফারির শেষ বাশি বাজার এক মিনিট আগে ভাগ্য প্রসন্ন হয়ে যায় ইয়াং বয়েজের জন্য। শেষ মিনিটে চারপাশে প্রতিপক্ষের খেলোয়াড় থাকা সত্ত্বেও গোলরক্ষকের উদ্দেশে ব্যাকপাস বাড়ান তিনি। বলে জোর ছিল না তেমন। ছুটে গিয়ে দে হেয়াকে পরাস্ত করেন থিওসন সিবাচু। উল্লাসে ফেটে পড়ে ইয়াং বয়েজ। এই জয়র ফলে ম্যা ইউর বিপক্ষে তৃতীয় বারের দেখায় জয়ের দেখা পেল ইয়নাগ বয়েজ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন