৬ ঘণ্টা পর সচল ফেসবুক-হোয়াটসঅ্যাপ

৬ ঘণ্টা পর সচল ফেসবুক-হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে সার্ভার ডাউন হওয়ার ৬ ঘণ্টা পর আবারও সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। বাংলাদেশ সময় সোমবার রাত ৪টার সময় সচল হয়েছে। 

এরআগে সোমবার রাত ১০টায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়ে পড়ে। ফলে এসব মাধ্যমে ঢুকতে পারছিলো না ব্যবহারকারীরা।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সোমবার ডাউন ডিটেকটরে হোয়াটসঅ্যাপের জন্য প্রায় ৮০ হাজার মানুষ এবং ফেসবুকের জন্য ৫০ হাজারের বেশি রিপোর্ট করেছেন যে, তারা এসব ব্যবহার করতে পারছেন না।

বিবিসির খবরে বলা হয়, অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন যে, ডিএনএস বা ডোমেনের কোনো ত্রুটির কারণে এমনটি হতে পারে।

তবে সমস্যার কারণ সম্পর্কে ফেসবুক থেকে এখনো কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password