স্ত্রীকে পিঠে নিয়ে ১৫ বছরের সংসার, বিরল ভালোবাসার দৃষ্টান্ত (ভিডিও)

স্ত্রীকে পিঠে নিয়ে ১৫ বছরের সংসার, বিরল ভালোবাসার দৃষ্টান্ত (ভিডিও)

ভালোবাসা যুগে যুগে তৈরি করেছে ইতিহাস। কেউ হয়েছে দেওলিয়া কেউ আবার হারিয়েছে জীবন। তবে আজ ভালোবাসার দিনে, শোনাবো একভিন্ন গল্প। শারীরিক প্রতিবন্ধি নারীর প্রেমে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রেমিকের প্রেম উপাখ্যান। ময়মনসিংহে সোহেল মিয়া ও রওশন আক্তারের ভালোবেসে বিয়ে।

এরপর স্ত্রীকে পিঠে নিয়ে চলছে ১৫ বছরের সংসার। ১০ টাকার একটি নোটে দেওয়া ছিল মোবাইল নম্বর। সেই নম্বরে মিসড কল। অপরপ্রান্ত থেকেও আসে মিসড কল। এভাবেই কথার শুরু। কথার সূত্র ধরেই অজান্তে মন দেওয়া-নেওয়া। এরপর বিয়ে। কেটে গেছে সংসার জীবনের ১৫টি বছর।

স্ত্রী শারীরিক প্রতিবন্ধী হলেও তাকে নিয়ে সুখের দাম্পত্যজীবন অতিবাহিত করছেন রাজশাহীর গোদাগাড়ী এলাকার বাসিন্দা সোহেল মিয়া। স্ত্রী রওশন আক্তারের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গুজিয়াম টানপাড়া গ্রামে। তাদের ভালোবাসায় মুগ্ধ এলাকাবাসী। সোহেল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন। এখন ছোট্ট মাটির ঘর আর একটি টং দোকানই সম্বল এ দম্পতির।

তবে শত কষ্টের মধ্যেও তারা অনেক সুখী। জন্ম থেকেই দুই পা অচল রওশনের। নিজের পায়ে ভর দিয়ে চলার শক্তি নেই। কখনো ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫বছর আগে ভালোবেসে তাকে বিয়ে করেন সোহেল। এরপর থেকে স্বামীর পিঠে চড়েই চলাফেরা করেন রওশন আক্তার। হয়েছেন সন্তানের মা।

রওশন আক্তার বলেন, ‘পাশে থাকার প্রতিশ্রুতিতে বিশ্বাস করেই সোহেলের হাত ধরেছিলাম। এখনো চলছি। কখনো কোথাও যেতে চাইলে আমি শুধু বলি আর সে তার পিঠে আমাকে তুলে নিয়ে যাওয়া-আসা করে। আমার মনের চাহিদা পূরণের জন্য সে তার সাধ্যমতো চেষ্টা করে। তাকে আমি ধন-সম্পদ কিছুই দিতে পারিনি, শুধু আমার ভালোবাসাটুকুই দিয়েছি। সে আমার সঙ্গে আছে। আমরা সুখেই আছি।’ পড়াশোনা শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন সোহেল মিয়া। একদিন বিকেলে অফিস ছুটির সময় তার টেবিলের ড্রয়ারে থাকা একটি ১০ টাকার নোট বের করে দেখতে পান তাতে মোবাইল নম্বর দেওয়া।

সেই নম্বরে মিসড কল দেন সোহেল। অপরপ্রান্ত থেকেও মিসড কল আসে। এভাবেই তাদের মধ্যে কথা বলাবলি শুরু। এরপর প্রেম, তারপর বিয়ে। ২০০৭ সালের জানুয়ারিতে প্রেমের শুরুটা হলেও ডিসেম্বরে গিয়ে বিয়ে করেন তারা। সোহেল মিয়া বলেন, ‘শারীরিকভাবে চলাচলে অক্ষম থাকলেও তার ভেতরে আমার প্রতি ভালোবাসার কোনো কমতি আজ পর্যন্ত পাইনি।

একজন স্বাভাবিক মেয়ে স্বামীর জন্য যতটুকু না করতে পারে সে তার চেয়েও বেশি কিছু করার চেষ্টা করে আমার জন্য। তার মূল গুণটাই হচ্ছে সে পুরোপুরি আমার ভক্ত। সে আমাকে ছাড়া কিছুই বোঝে না। আমিও তার ভালোবাসায় মুগ্ধ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এ ভালোবাসা চলবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password