নওগাঁর মান্দায় কুয়াশা থেকে চারা বাঁচাতে পলিথিনের শেড তৈরী করছে কৃষকরা

নওগাঁর মান্দায় কুয়াশা থেকে চারা বাঁচাতে পলিথিনের শেড তৈরী করছে কৃষকরা

নওগাঁ জেলার মান্দা উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় ধানের বীজতলা “কোল্ড ইনজুরির” হাত থেকে রক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে পলিথিন শেড। সেখানে কৃষি ফষল উৎপাদনে বীজ রক্ষার জন্য এসব পলিথিন শেড তৈরী করে চারা বাঁচাচ্ছেন কৃষকরা।

এপদ্ধতিতে বীজতলা করায় একদিকে যেমন চারা পচন হতে রক্ষা পাচ্ছে, তেমনি কম সময়ে চারা দ্রুত বাড়ছে। যার ফলে কৃষক পর্যায়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পলিথিন শেডে বীজ উৎপানের আধুনিক এ পদ্ধতি ও কৌশল। এ জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের নানাভাবে পরামর্শ দিয়ে এ পদ্ধতিতে বীজতলা তৈরি করতে কৃষকদের উদ্ধুদ্ধ করছেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক টুটুল এ পদ্ধতি সম্পর্কে জানান, গত বছর বোরো মওসুমে ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর ব্লকের বেশকিছু জমিতে সরকারি ব্যবস্থাপনায় সমলয় পদ্ধতিতে বোরো ধান উৎপাদন কার্যক্রম গ্রহন করা হয়। সেখানে ট্রেতে পলিথিন শেডে আবৃত করে বীজতলা করা হয়। এতে করে ভালো মানের চারা উৎপাদন হওয়ায় কৃষকরা এবছরও পদ্ধতিটি ধরে রেখেছেন।

মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, কৃষকরা আধুনিক এ পদ্ধতির সুফল পেয়েছেন বলেই পদ্ধতিটি ব্যাপক ভাবে সাড়া ফেলেছে। এ পদ্ধতিতে ধানের চারা সতেজ থাকে। রোগ বালাই কম হয় ও দ্রুত চারা বৃদ্ধি হওয়ায় কৃষকরা চারা রোপন দ্রুত করতে পারেন। এ জন্য কৃৃষকরা ফসলও দ্রুত ঘরে তুলতে পারেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password