চলন্ত অটোরিকশায় আগুন লেগে পাঁচ নারীর মৃত্যু হয়েছে। এ সময় আরও কয়েকজন আহত হন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভারতের অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলায় স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে অটোরিকশার ওপর একটি হাই ভোল্টেজের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় অটোরিকশায় থাকা ছয় নারী আহত হন। টাইমস অব ইন্ডিয়া জানায়, গুদামপল্লি গ্রামের কয়েকজন নারী শ্রমিক তাদিমারি মন্ডলের চিল্লাকোন্ডাইয়া পল্লীতে কাজে দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। নিহতদের পরিবারপিছু ১০ লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন তিনি।
Tragedy near Chillakondaiah Palli, Tadimarri Mandal of Sri Satya Sai dist. 8 persons were burnt alive when the vehicle they were travelling came in contact with high tension electric wires. The deceased were identified as residents of Guddampalli. pic.twitter.com/dY5xq6mUP4 — SNV Sudhir (@sudhirjourno) June 30, 2022
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন