স্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাস বলুন কিংবা শক্তি দুই দিক থেকেই কাজাখস্তানের চেয়ে অনেক এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। মাঠে যেন তার প্রতিফলন দেখা গেল। গতকাল রাতে কিলিয়ান এমবাপের চারটি এবং করিম বেনজেমার জোড়া গোলের সুবাদে কাজাখস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নস ফ্রান্স।
গোলের শুরুটা হয় ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে। বেনজেমার পাস ডি-বক্সের বাঁ দিকে খুঁজে পায় থিও এরনঁদেজকে। এই ডিফেন্ডারের কাট-ব্যাকে বল পেয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন পিএসজি তারকা এমবাপে। এরপর ১২ এবং ৩২ মিনিটে আরও দুটি গোলে ফ্রান্সের জার্সি গায়ে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়েন এই তারকা ফুটবলার। ১৯৮৫ সালে দমিনিক অগস্তুর পর ফ্রান্সের প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি। তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফ্রান্স।
দ্বিতীয়ার্ধে ম্যাজিক দেখানো শুরু করেন এবারের ব্যালন ডি’অরের দৌড়ে থাকা করিম বেনজেমা। চার মিনিটের মধ্যে দুই গোল করে ব্যবধান আরও বাড়ান বেনজেমা। ৫৫তম মিনিটে বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে থিও এরনঁদেজের ছয় গজ বক্সে বাড়ানো বলে গোলরক্ষককে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। পরের গোলে অবদান রাখেন এমবাপে। ৭৫তম মিনিটে জালের দেখা পান রাবিও। গিজমানের কর্নারে জোরালো হেডে গোলটি করেন ইউভেন্তুসের এই মিডফিল্ডার। ৮৪তম মিনিটে সফল স্পট-কিকে স্কোরলাইন ৭-০ করেন গ্রিজমান। বার্সেলোনা থেকে ধারে আতলেতিকো মাদ্রিদে খেলা এই ফরোয়ার্ড নিজেই ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
ফ্রান্সের হয়ে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন হ্যাটট্রিকম্যান এমবাপে। ৮৭ মিনিটের সময় নিজের চতুর্থ গোলটি করেন এমবাপে। ডি-বক্সে মুসা দিয়াবির পাস থেকে গোলরক্ষককে ফাঁকি দেন তিনি। বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ৩ বছর পর ফ্রান্সের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে চার গোল করলেন এমবাপে। এর আগে ১৯৫৮ সালের জুনে তখনকার পশ্চিম জার্মানির বিপক্ষে জুস্ত ফঁতেইন করেছিলেন চার গোল।
এ জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘ডি’-এর শীর্ষস্থান আরও মজবুত করল ফ্রান্স। ৭ ম্যাচে শেষে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। দুইয়ে থাকা ফিনল্যান্ডের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৪। এদিকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামও কাল রাতে সহজ জয় তুলে নিয়েছে এস্তোনিয়ার বিপক্ষে। ব্রাসেলসে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারায় রেড ডেভিলসরা। দলের জয়ে গোল তিনটি করেছেন ক্রিশ্চিয়ান বেনটেকে, ইয়ানিক কারাসকো এবং থরগান হ্যাজার্ড। তবে দুই গোলের লিড নিয়েও মন্টেনেগ্রোর কাছে শেষ পর্যন্ত পয়েন্ট খোয়ায় ডাচরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন