নওগাঁয় চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ লেনদেন কালে প্রতারক চক্রের সদস্য আটক

নওগাঁয় চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ লেনদেন কালে প্রতারক চক্রের সদস্য আটক

নওগাঁ সদর উপজেলার পুলিশ লাইন্স গেটের সামনে থেকে কনস্টেবল পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে টাকা লেনদেনের সময় প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

আজ সোমবার (২৫ অক্টোবর) বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রথম ধাপের প্রথম দিনের বাছাই পরীক্ষা চলাকালীন বেলা ১২.৪৫ সময় পুলিশ লাইন্স, নওগাঁর ১নং গেটের সামনে প্রতারক চক্রের সদস্য পত্নীতলা উপজেলার গগনপুর পূর্ব পাড়া গ্রামের মৃত. বারিক মন্ডলের ছেলে মো.হাসান (৪৮) বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে টাকা লেনদেন কালে ৫০,০০০/- টাকাসহ গেপ্তার হয়। তার অপর সহযোগি এবং ভিকটিম (টাকা প্রদানকারী) সু-কৌশলে লোকজনের ভিড়ের মধ্যে পালিয়ে যায়।

এই বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় প্রতারক হাসানের বিরুদ্ধে মামলা রুজুসহ আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password