নওগাঁর পত্নীতলায় জাররাফ আহমেদ প্রীতম (২৮)হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
এসময় প্রীতম হত্যা কান্ডে জড়িত দুর্বৃত্তদের দ্রুত আটক করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানোনা হয়। বুধবার (২৮ আগস্ট) বিকেল ৫ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন্টাব্যাপী নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। এতে শিক্ষার্থী শিক্ষক ব্যবসায়ী সহ নানা শেণ্রী পেশার মানুষ অংশগ্রহণ করে। প্রীতম নজিপুর পৌরসভার হরিরামপুর গ্রামের কারিগরি কলেজ পাড়া এলাককর বাসিন্দা সাবেক অধ্যাপক বদরুদ্দোজা ও শিক্ষিকা আইরিন পারভীনের ছেলে। সে ঢাকার একটি সফটওয়্যার কোম্পানিতে চাকুরী করতেন।
উল্লেখ্য, গত সোমবার ২৬শে আগষ্ট চাকুরীতে যোগদানের উদ্দেশ্যে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে নওগাঁ থেকে ঢাকা'র উদ্দেশ্যে রওনা দেয় এবং মঙ্গলবার ২৭ আগস্ট আনুমানিক ভোর ৪ টার দিকে বাসথেকে নেমে রিক্সায় করে বাসায় মিরপুর যাওয়ার পথে দারুস সালাম সংলগ্ন মিরপুর চাইনিজ এলাকায় পৌঁছালে ৪জন দুর্বৃত্ত তার উপর হামলার হামলা করে মোবাইল, ল্যাপটপ ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং বুকে ধাঁরালো ছুরি দিয়ে আঘাত করে এবং পায়ের রগ কেটে খুন করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে সেখানকার নৈশ্যপ্রহরী ও একজন প্রত্যক্ষদর্শী দারুস সালাম থানা'কে অবগত করে এবং তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরিবার তাকে ফোনে না পেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় খোঁজ করে সন্ধান না পাওয়ায় থানায় অবগত করলে মিরপুর দারুস সালাম থানাতে তার লাশ পুলিশ হেফাজতে আছে বলে জানতে পারে তার স্বজনরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন