টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার পর স্বামীর বিষপান

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার পর স্বামীর বিষপান

টাঙ্গাইলের ঘাটাইলে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর বিষপানে স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার দুপুরে ঘাটাইল থানায় নিহত সবুরা বেগমের ভাই কায়ছার হামিদ বাদী হয়ে বোনজামাইয় আব্দুল লতিফের বিরুদ্ধে মামলা করেন। মামলার বাদী কায়ছার হামিদ অভিযোগ করে বলেন, আমার বোনজামাই আব্দুল লতিফ কাতার প্রবাসী। তিন মাস আগে তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই মিথ্যা অপবাদে আমার বোনের সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন। ঝগড়ার সময় আমার বোনকে মেরে ফেলে বিদেশ চলে যাওয়ারও ভয় দেখাতেন।

তিনি আরও বলেন, শনিবার দুপুরে আমার ভাগ্নে স্থানীয় মাদরাসা ছাত্র সাব্বির বাড়ি ফিরে দেখে ঘরের একখাটে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় পড়ে আছে তার মা আর অন্যখাটে তার বাবাকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। ভাগ্নের চিৎকার শুনে আমরা বাড়িতে গিয়ে আমার বোনের মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ দেখতে পাই। আর অন্যখাটে বিষপান করা অবস্থায় বোনজামাইকে পাই। বোনজামাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বর্তমানে সেখানেই তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম সরকার বলেন, প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর বিষপানে স্বামী আত্মহত্যার চেষ্টা করেছিলো বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password