খাসজমি সুষ্ঠ বন্দোবস্তে চাই, সমন্বিত ভূমি সংস্কার সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

খাসজমি সুষ্ঠ বন্দোবস্তে চাই, সমন্বিত ভূমি সংস্কার সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ভোলা জেলার চরফ্যাশন উপজেলা মুজিবনগর ইউনিয়ন এর সিকদার চর সরকারী প্রাথমিক বিদ্যালয় মালেক মেম্বারের সভাপতিত্বে "খাস জমির সুষ্ঠ বন্দোবস্তে চাই সমন্বিত ভূমি সংস্কার" দিনব্যাপী খাসজমি সংক্রান্ত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, আলোচনা অংশগ্রহন করেন আলম বাচ্চু, আবদুল ছত্তার পালোয়ান, মোঃ সেলিম বকুল বিবি, ফুলজান বেগম, জয়নব বিবি, রওম আরা, আবদুল মান্নান, কবীর গাজী, রত্তন দালাল প্রমূখ। এর আগে গত ২৩ মে ২০২২ ইং, সকাল ১০ টায় পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়ন এর চর শাহজালাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আবদুল বারেক সরদারের সভাপতিত্বে "খাস জমির সুষ্ঠ বন্দোবস্তে চাই সমন্বিত ভূমি সংস্কার" দিনব্যাপী খাসজমি সংক্রান্ত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, আলোচনা অংশগ্রহন করেন চরবোরহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজির আহমেদ সর্দার, আবদুল রত্তন আকন, মোঃ ছোহরাব হোসেন হাওলাদার, বিউটি বেগম,বেগম বিবিগ, মনুজা বিবি, আবদুল খালেক সর্দার, শাহ আলম খান প্রমূখ।

বক্তারা বলেন, খাসজমি সুষ্ঠ বন্দোবস্তো হলে বেকারদের কর্মসংস্থান, খাদ্য উৎপাদন বৃদ্ধি, আশ্রাহীনদের মাথা গোঁজার ঠাই নিশ্চিত হবে। বক্তারা আরো বলেন, খাস বন্দোবস্তের পূর্বে অবশ্যই প্রিন্টেড দিয়ারা ম্যাপ করতে হবে। প্রকৃত ভূমিহীন পরিবারকে চিহ্নিত করতে হলে সরোজমিনে তদন্ত করা,উপজেলা কৃষি খাসজমি ও বন্দোবস্তো সক্রিয় করার সুপারিশ করেছে কর্মশালা অংশগ্রহণকারী ভূমিহীন প্রতিনিধি।

মন্তব্যসমূহ (০)


Lost Password