করোনা মহামারির কারণে গত দুই বছর ঘরবন্দী মানুষগুলো এবার ঈদে উল্লাসে মেতে উঠেছে,ঈদের দিন বৃষ্টির কারণে পর্যটকদের আগমনে বিঘ্ন ঘটলেও দ্বিতীয় দিন বুধবার সকাল থেকে হাজার হাজার পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অপার লীলাভূমি চরফ্যাশন বেতুয়া প্রশান্তি পার্ক।
করোনা মহামারির কারণে গত দুই বছর চারটি ঈদে বন্ধ ছিল দেশের পর্যটন ও বিনোদনকেন্দ্রগুলো। ভ্রমণপ্রিয় লোকজনকে বাধ্য হয়েই অনেকটা বাসাবাড়িতে ঈদের আনন্দ-উচ্ছ্বাস সারতে হয়েছিল। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় কোনো বিধিনিষেধ নেই।
এ কারণেই ঘরে বসে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠা পর্যটকরা বিনোদন কেন্দ্রগুলোতে এসেছেন অনেকটা জনস্রোতের মতো।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন