নওগাঁয় পুলিশের চাকরি দেওয়ার নামে টাকা সহ প্রতারক চক্রের সদস্য আটক

নওগাঁয় পুলিশের চাকরি দেওয়ার নামে টাকা সহ প্রতারক চক্রের সদস্য আটক

পুলিশে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সাজেদুল হক (৩৮) নামের ১জনকে আটক করেছে নওগাঁ সদর থানা পুলিশ।

এ বিষয়ে রবিবার বিকেল ৪টায় নওগাঁ সদর মডেল থানায় সংবাদ সন্মেলন করেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খাঁন চিশতী, এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) সাবিনা ইয়াসমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জুয়েল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) রাজিবুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুম খাঁন চিশতী বলেন, সদর উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আমজাদ হোসেন (৬২) সাথে পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার শাহানগর গ্রামের মৃত এজাব উদ্দিন খাঁনের ছেলে মো. সাজেদুল হক (৩৮) পরিচয়ে তিনি রাজশাহী রেঞ্জের একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে,মোহাম্মদ আমজাদ হোসেন ছেলে মোহাম্মদ সাবাল সাদিক সৌধ (১৭) কে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে ৫লক্ষ টাকা চায়। এবং কৌশলে ৭ হাজার টাকা হাতিয়ে নেয়।

আজ (০২ নভেম্বর) সকাল অনুমান সাড়ে ৭টার সময় উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের মোহাম্মদ আমজাদ হোসেনের বাড়ি এসে পুলিশে চাকুরী দেওয়ার কথা বলে সাবাল সাদিক সৌধ (১৭) এর কাছে ৫ লক্ষ টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহ হইলে সু কৌশলে সাজেদুল হককে বাসায় রেখে থানায় জানাইলে পুলিশ গিয়ে আটক করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password