নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো স্বাধীনতা দিবস

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায়  পালিত হলো স্বাধীনতা দিবস

যথাযোগ্য মর্যাদায় নরসিংদীতে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শহরের জেলা প্রশাসনের কার্যলয়ের সামনে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমেই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান,পরে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রিফাত আখতার, সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ। এরপর একে একে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া নরসিংদী জেলা মুসলেম উদ্দীন ভূইয়া স্টেডিয়াম মাঠে রয়েছে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password