কক্সবাজারের পেকুয়ায় পাচারের সময় প্রায় দুই লক্ষ টাকার অবৈধ চেরাইকাঠ জব্দ করেছে বনবিভাগ।
বৃহষ্পতিবার (৬জানুয়ারি২১ইং ) সকাল সাড়ে ৮টার দিকে পহরচাঁদা বনবিট সংলগ্ন ধানক্ষেতের বিল থেকে কাঠগুলি জব্দ করা হয়।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, চেরাইকাঠ (তেলসুর) পাচার করছিল একটি গাছচোর সিন্ডিকেট। পহরচাঁদা বনবিট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১শ ঘনফুট কাঠ জব্দ করা হয়। গাঠগুলি ধানক্ষেতের বিলে পরিত্যাক্ত অবস্থায় ছিল। যার আনুমানিক মুল্য দুইলক্ষ টাকা। কাঠের মালিক কে এখনো জানা যায়নি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।তবে অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন