রাজশাহী জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা, ০৮(আট) গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৭,২৫০/-টাকা সহ ০১ জন আসামী গ্রেফতার ।
পুলিশ সুপার, রাজশাহী জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মুহাম্মদ রুহুল আমিন, এসআই(নিঃ)মোঃশামীম হোসেন সহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ মইজুদ্দিন(৪১), পিতা-মৃত শামসুদ্দিন, সাং-পাঁচন্দর (সল্লাপাড়া), থানা-তানোর জেলা-রাজশাহীকে ইং-১৫/১১/২০২১ তারিখ ২০.৩০ ঘটিকায় তানোর থানাধীন পাঁচন্দর (সল্লাপাড়া) গ্রামে ধৃত আসামী এর বসত বাড়ীতে মাদকদ্রব্য গাঁজা ও হেরোইন ক্রয়-বিক্রয় করাকালে ধৃত আসামীর হেফাজত হইতে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা, ০৮ (আট) গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য ১,০০,০০০/- টাকা) ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৭,২৫০/-টাকা সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে তানোর থানায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন