হাসপাতালে ইনজামাম উল হক

হাসপাতালে ইনজামাম উল হক

স্পোর্টস ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে লাহোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তী সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। সোমবার সন্ধ্যায় পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তার হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। পরে সেখানেই তার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে।

জানা গেছে, গত তিন দিন ধরে বুকের ব্যথা নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন সর্বকালের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তেমন কিছু ধরা পড়েনি। পরে আরো গভীর পর্যবেক্ষণের পর ধরা পড়ে, তিনি হার্ট অ্যাটাক করেছেন। তাই সঙ্গে সঙ্গে সার্জারির জন্য ছুটে যান হাসপাতালে।

সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। এর পরেই চিকিৎসকেরা অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। ৫১ বছরের ইনজামাম আপাতত স্থিতিশীল আছেন বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আপাতত কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি হাসপাতালেই থাকবেন।

১৯৯১ সালের শেষ দিকে পাকিস্তানে অভিষেক হয় ইনজামামের। ১৯৯২ সালের বিশ্বকাপ সাফল্যের গুরুত্বপূর্ণ সহযাত্রী ছিলেন তিনি। জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছিলেন। ২০০৭ সালে যখন অবসর নেন তখন তার নামের পাশে ২০ হাজারেরও বেশি রান। ২০১৯ সালের জুলাই পর্যন্ত পিসিবির সঙ্গে কাজ করেছেন প্রধান নির্বাচক হিসেবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password