নওগাঁর রাণীনগর উপজেলায় মাছ চাষিকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়ার জের ধরে রতন সরকার (৪৬) নামে ওই মাছ চাষিকে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দেউলা মানিকহার গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের শিকার রতন সরকার দেউলা মানিকহার গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। এ ঘটনার সাথে জড়িত দেউলা মানিকহার গ্রামের সুশীল চন্দ্র সরকার (৫২) ও তার স্ত্রী মাধবী রানীকে (৩৫) আটক করেছে পুলিশ। আটক দুইজনকে রোববার (৩ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ জানান, নিহত রতন সরকার একজন মাছ চাষি। গ্রামে তিনি নিজের দুইটি পুকুরে মাছ চাষ করতেন। শনিবার রাত ১১টার দিকে তিনি পুকুর দেখাশোনা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তার পরকীয়া প্রেমিকা সুশীলের স্ত্রীর কাছে যান। এসময় সুশীল বিষয়টি জানতে পেরে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে রতনকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে বাড়ি পাশে উঠানে ফেলে রেখে চলে যান। মধ্যরাতে রতনের পরিবারের লোকজন জানতে পারে বাড়ীর কাছে একটি উঠানে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে আছে রতন। এরপর রতনের পরিবারের লোকজন তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, পরকীয়ার জের ধরে রতনকে কুপিয়ে হত্যার ঘটনায় সুশীল ও তার স্ত্রীকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ সুশীল ও তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে পরকীয়ার জের ধরে রতনকে কুপিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। আটক দুইজনকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন