ব্যাঙ্গালুরুর বিপক্ষে কলকাতার সহজ জয়

ব্যাঙ্গালুরুর বিপক্ষে কলকাতার সহজ জয়

স্পোর্টস ডেস্কঃ গতরাতে আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে আরসিবির বিপক্ষে মাঠে নেমেছিল সাকিব আলা হসানের কলকাতা নাইট রাইর্ডাস। এই ম্যাচে একাদশে সুযোগ পাননি বিশ্সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব না খেললেও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ৩১তম ম্যাচে ৯ উইকেটের জয় পেয়েছে ইয়ন মরগানের দল।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টস জিতে প্রথমে ব্যাট করা বিরাট কোহলির নেতৃত্বে ব্যাঙ্গালুরু কলকাতা বোলারদের সামনে মাত্র ৯২ রানে গুটিয়ে যায়। কলকাতার জয়ের নায়ক স্পিনার বরুণ চক্রবর্তী। ডানহাতি স্পিনার ৪ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। পেসার আন্দ্রে রাসেলের বোলিংও ছিল বিধংসী। ৩ ওভারে ৯ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া লোকি ফার্গুসন ২টি ও প্রসিদ্ধ কৃষ্ণা ১ উইকেট পেয়েছেন। জবাবে শুভমন গিল ও ভেঙ্কাটেশ আইয়ারের ঝড়ে ১০ ওভার বাকি থাকতেই ১ উইকেট হারিয়ে ৯৪ করে জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।

৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৮২ রান তোলেন কলকাতার দুই ওপেনার গিল ও আইয়ার। গিল ৩৪ বলে ৬ চার ও এক ছক্কায় ৪৮ করে যুজভেন্দ্র চাহালের শিকার হন। তিন নম্বর ব্যাটিংয়ে নামা আন্দ্রে রাসেল কোনো বল মোকাবিলা করার সুযোগই পাননি। অপরপ্রান্তে ২৭ বলে ৪১ করে দলে জিতিয়েই মাঠ ছাড়েন আইয়ার। তিনি ৭টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন।

এ জয়ে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে কলকাতা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে ব্যাঙ্গালুরু। ১২ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস।

মন্তব্যসমূহ (০)


Lost Password