নওগাঁর মান্দায় ধানকাটা সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় উপজেলায় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ মে ) দুপুর ১২টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকনারায়ণ গ্রামের এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাবুল হোসেন (৩৫)। তিনি চকনারায়ণ গ্রামের দেলবর রহমানের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকাল থেকে কালিনগর বিলের মাঠে ধানকাটার কাজ করছিলেন বাবুল হোসেন। দুপুরে সাড়ে ১২টার দিকে পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শ্রমিক বাবুল হোসেনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন