শিবপুরে উন্নয়ণ মেলায় নজর কেরেছে উদ্যোক্তা মেহেরনিগারের স্টল

শিবপুরে উন্নয়ণ মেলায় নজর কেরেছে  উদ্যোক্তা মেহেরনিগারের স্টল

শিবপুরে উন্নয়ণ মেলায় এবার অলাদা করে নজর কারছে তরুণ নারী উদ্যোক্তা মেহের নিগারের স্টল। রকমারি পোশাকে আকৃষ্ট করছে ক্রেতাদের। যেখানে শাড়ি, থ্রি পিস, নকশি কাথা, হাতে তৈরি আসবাব সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে তিনি।

আছে একই ছাঁদের নিজে সব পণ্য। গুণে, মানে দামে ভালো হওয়ায় আগ্রহ তৈরি হচ্ছে ক্রেতাদের মাঝে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নরসিংদীর শিবপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এক সপ্তাহ ব্যাপী এই উন্নয়ন মেলা শুরু হয়েছে। এই নারী উদ্যোক্তাতার রকমারি ভিন্নধর্মী ডিজাইনের পোশাক কিনতে প্রতিদিনই মেলায় মানুষ ভিড় করছে।

মেলায় ঘুরতে আসা দশনার্থী ও ক্রেতারা জানান, মেলায় অনেক ভালো ভালো বিভিন্ন ধরনের পণ্য রয়েছে যা আমাদের খুব ভালো লাগছে। আমরা পরিবার নিয়ে মেলায় এসেছি, দেখছি, কেনাকাটা করছি-সব মিলিয়ে ভালো উপভোগ করছি। বিশেষ করে সবখানে ভালো মানের পোশাক পাওয়া যায় না। তবে, এই তরুণ নারী উদ্যোক্তাতার স্টলটিতে ভালো মানের পোশাক রয়েছে, যা আসলেই ভিন্নধর্মী ও সুন্দর। এই মেলায় তথ্য আপা প্রকল্প থেকে অংশগ্রহণ করা নারী উদ্যোক্তা মেহের নিগার বলেন, নারীদের লেখাপড়ার পাশাপাশি নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করে স্বাবলম্বী হওয়া দরকার।

ভালো কিছু করতে চাওয়া থেকেই কাজ করা আমার। যেসব পণ্য নিয়ে আমি মেলায় হাজির হয়েছি সেগুলো যাতে গুণসম্পন্ন মানের হয় সেটার দিকেই বেশী নজরে রেখেছি। সমাজের প্রতিটা মেয়েকেই নিজেকে সাবলম্বী করতে কাজ করা প্রয়োজন।

মন্তব্যসমূহ (০)


Lost Password